খুন নয় চেয়েছিল দিতে
হাল্কা পাতলা টাইট,
বোঝে নাই সে হতে পারে
এটা নিয়েই বিরাট ফাইট।
রূপের বাহারে অন্ধ সবাই
গুন বিচার কি দরকার?
হৈ চৈ করে পাড়া জাগিয়ে
এখন ডাকছে সরকার!
কি করবে রাষ্ট্র এ সমস্যার
সমাধান কোন উপায়ে?
জীবনের মানে ভোগ বিলাস নয়
নয় মাড়ানো দু পায়ে।
বোঝে নাই সে বোঝে নাই মোটে
খেল হয়ে যাবে খতম,
অপরাধী ছেলে জেনেও জননী
থামাতে পারে না মাতম।