আষাঢ় মাসের বানের জলে মন করে আনচান,
সবুজ পাতার আড়ে বসে কাড়ছে সবার প্রাণ,
সবুজ সবুজ পাতার ফাঁকে হারায় আমার মন,
জলে ভেজা কদম দেখে ভিজলো আঁখির কোণ।
অঝোর ধারায় জলের ছোঁয়া, এলোমেলো বাতাস
তারই মাঝে ভেসে আসে মিষ্টি যে তার সুবাস।
হাতছানিতে ডাকছে কাছে, বলছে কাছে আয়,
মগডালে তার ঘর গেরস্থ,খুঁজে পাওয়া দায়!
মন মানে না থাকতে দূরে রূপের বাহার দেখে
শিল্পী কবি কতজনাই গেছেন ছবি এঁকে।
বৃষ্টি ঝরা জলে ভেজা কদম ফুলের ডালে
কাক কোকিলে জোট বেঁধেছে আড়ালে আবডালে।
খোঁপায় গুঁজে মেয়েগুলো কদম ফুলের থোকা
কে জানে হায় কতজনের হৃদয়ে দেয় ধোঁকা!
ধোকায় পড়ে কেউ যদি হায় লেখে নিজের নাম
বোকার দোষে কমবে না তো কদম ফুলের দাম।