চোখের তারা থেকে ঘুম পালিয়ে
হারিয়েছে তোমার কাছে,
কতদিন বলো তো বলেছি তোমাকে
তুমি বিনে কে আর আছে?
তুমি বিনে ভালো লাগে না কিছু
লাগে না কিছুই ভালো,
শ্যাম হয়ে ওগো দাও জ্বালিয়ে
তোমার প্রেমের আলো।
রাঁধা হয়ে আমি নিশুতি রাতে
আঁধারের সাথে মিশি,
বাজাও ওগো বাজাও তোমার
ঘুণে ধরা সেই বাঁশি।
বেসুরো লাগে লাগুক না কানে
প্রাণে আছে ম্যালা সুর,
ওগো শ্যাম তুমি কার হয়ে আজ
গেলে চলে এতো দূর!