গদ্যের ভাষায় সদ্য পাওয়া
ভাবনা থাকে বন্দী,
পদ্যের সাথে ছন্দ তালে
চলছে যে তাই সন্ধি।
অন্ধকারে অন্ধ সেজে
ধুলোয় গড়াগড়ি,
আলোর সাথে কোন সে আশে
দিলাম আমি আড়ি।
সত্য জানার মহড়াতে
থাকি সবার আগে,
মানার কথা শুনতে পেলেই
কেমন যেন লাগে।
ভোগ বিলাসে মত্ত হয়ে
ভুলে থাকি তারে,
বৃত্ত জালে আটকে মরি
মুক্তি মেলে নারে।
আর মেলে না হিসাব যখন
দিশেহারা হয়ে,
কপাল পোড়া জন্ম আমার
এমনি যাবে বয়ে।
সত্য কাঁদে দ্বারে দ্বারে
পায় না কোথাও ঠাঁই,
মিথ্যেটাকে আঁকড়ে ধরে
বাঁচতে শুধু চাই।
ভুলের জালে আটকে কত
থাকবি ওরে মন,
বাঁচার মতো বাঁচতে এবার
স্রষ্টাকে কর স্মরণ।