ঠকিয়ে গেল সবাই মিলে
এক এক রূপে এসে,
সহানুভূতি, শুভকামনা
হরেক রঙ এর বেশে।
চেনা যায় না কারোই স্বরূপ
সবাই কেমন আপন!
সুযোগ নিয়ে খেলে চলে যায়
ভাগে রেখে যায় মরণ।
যমে অরুচি, মরণে ছোঁয় না
করে সবাই দূর দূর,
শপথ নিলাম শুনবো না আর
হতাশা ভরা কোন সুর।