** কবি মমিনুল হকের "স্বপ্ন ভাঙার দেশে" কবিতা পড়ে উদ্বুদ্ধ হলাম-

স্বপ্ন গড়ার দেশে আসো
আসো দলেবলে,
স্বপ্নগুলো চলছে বুনে
সবাই হেসে খেলে।


সবুজ পাতায় অবুঝ শিশু
শিখছে জীবন গড়া,
ফুল পাখি আর ফড়িং নিয়ে
করছে লেখা পড়া।


মা হারা কেউ নেই এখানে
বাবা বিনেও নয়,
ভালবাসার সাগর হেথা
দিন রাত্রি বয়।


রোজ সকালে ওঠে হেসে
সূর্য ওদের দেখে,
সুস্থ জীবন প্রশান্ত মন
শিখবে ওদের থেকে।


স্বপ্ন ভাঙার গল্পগুলো
পায় না হেথা ঠাই,
আশার ভেলায় ভাসায় তরী
নিরাশায় কেউ নাই।


ঢোল বাজাতে কেউ খোঁজে না
ঢোলক ভাঙা কাঠি,
সবাই জানে একের বোঝা
দশ জনের তা লাঠি।


নীরবতায় বসত সবার
কর্ম ধ্যানে জ্ঞানে,
গুঁটি গুঁটি পায়ে তারা
চূঁড়ায় উঠতে জানে।