চোখের পাতায় স্বপ্ন ভাসে
মনের ভেতর বাস,
রয়ে গেছে অনেকগুলো
বাকী নিতে শ্বাস।
হাতের মুঠোয় যায় না রাখা
সময়গুলো ধরে,
স্বপ্নগুলো পূরণ হবে
কোথায় কেমন করে?
খুঁজে বেড়াই কাউকে আমি
স্বপ্ন তুলে দিতে,
স্বপ্নগুলো সত্যি হবে
আপন ইচ্ছেতে।
অবশেষে পেলাম তারে
খুঁজে নিজের মাঝে ,
শ্বাসের সাথে স্বপ্নগুলো
বাঁচবে তারই কাজে।