** এই কবিতাটি কবি অনিরুদ্ধ বুলবুলের কবিতার পিঠে লেখা। অফিসে বসে তাড়াহুড়ো করে পোস্ট দেয়ার পর ২৪ বছর পর পাওয়া বন্ধুকে নিয়ে ব্যস্ত থাকায় খেয়াল করা হয় নি যে কৃতজ্ঞতা স্বীকার করা হয় নি।            

স্বপ্নগুলো আছে বলেই, আমরা এখনো আছি;
স্বপ্নগুলো আছে বলেই আমরা সবাই হাসি।
স্বপ্ন আছে বলেই দেখি ভোরের পাখি ডাকে,
স্বপ্নের খোঁজে আজো বুঝি তাই তারারা রাত্রি জাগে।


স্বপ্নের জালে জড়াবে বলে সলাজে ষোড়শী হাসে
স্বপ্নকে ছুঁতে অষ্টাদশী আবেগ সাগরে ভাসে।
স্বপ্ন নিয়ে খুনসুঁটি চলে, চলে কত জল্পনা,
স্বপ্নকে ঘিরে দিন রাত আঁকে লাল নীল আল্পনা।


স্বপ্নগুলো আছে বলে আজো এতটা পথে হাটি,
স্বপ্নগুলো বাঁচাতে আমার গড়েছি শক্ত ঘাঁটি।
স্বপ্নগুলোকে বন্ধু করেছি, করেছি প্রাণের সাথী
স্বপ্নের সাথে বাঁচার সুখে মহা আনন্দে মাতি।