কথায় যখন বাড়ে কথা শুধু
সমঝোতার দ্বার বন্ধ,
চর্ম চক্ষু খোলা থাকলেও
চেতনায় তারা অন্ধ।
আমার বলার ভাষাটা বোঝে না
কিংবা বুঝতে চায় না,
চাই না দেখতে আমার চেহারা
মেলে ধরে তাদের আয়না।
পরিচয় আছে বলতে যদি কারো
সংশয় মনে জাগে,
অণু পরিমাণ দ্বিধা নেই মনে
সংগ তাহার ত্যাগে।
আমার ভুবনে আমার মতো করে
চলছি, চলতে চাই;
ভালো না লাগলে এসো না কখনো
আমাকে জ্বালাতে ভাই।