ঠোঁট রাঙাবি পানে চুনে
মন রাঙাবি গুনে,
আঁধার ঘরে জ্বালবি আলো
তুই না মেয়ে ভালো।
বলবি কথা আলতো করে
ফুলের ঘায়ে পড়বি ঝরে,
হবি রে তুই লক্ষ্মী মেয়ে
হাঁটলে পায়ে পায়ে।
সাত চড়েতেও রা করে না
বুক ফাটালেও মুখ ফোটে না
এমন যদি হোস,
তকমা পাবি লক্ষ্মী মেয়ের
শোন রে বেলা বোস।