অল্প দিয়ে গল্প সাজাই
সাজাই ইচ্ছেমতো,
আগডুম আর বাগডুম দিয়ে
হাতী ঘোড়া যত।
মন ভরে না তাতে যখন
তুষ্ট হারায় পুষ্টি,
রোষ মেটাতে হুঁশ হারিয়ে
উদ্ধার করে গুষ্টি।
অল্পে যদি টানতো যতি
গল্প এমন হতো না,
গুষ্টি কিলিয়ে যতই পাকাক
সব কিন্ত তার মতো না।
কাকের মতো কানা সেজে
শমসেরের ন্যায় বোঝে,
হাতড়ে মরে খড়ের গাদায়
সূচটা খুঁজে খুঁজে।