** কবি নায়ার সুলতানা লাবণীকে, ওর কাচের চুড়ি পড়েই উদ্বুদ্ধ হই।
চাই নে আমি কাঁচের চুড়ি
চাই নে রঙিন ফিতা,
মিষ্টি মেয়ে যদি তুমি
করো আমায় মিতা।
যতই করুক রঙের খেলা
রিনিকঝিনিক সুরে,
ঠুনকো কাঁচে ভেঙে যাবে
যাবে ছেড়ে দূরে।
হাতছানিতে তবু ডাকে
কাঁচের চুড়ির মেলা,
কৈশোরের সেই রঙিন সময়
যায় কী গো আর ভোলা?
চূড়ির ঝুড়ি মাথায় করে
বেদেনীর হাঁকডাক,
যায় না শোনা এই জামানায়
সময় থেমে থাক।