ইচ্ছে আমার যেথায় যখন
চলবো নিজের খুশীতে,
সমাজপতি সমাজ মানে
শক্তি আমার পেশীতে।
মারবো একে ধরবো তাকে
ইচ্ছে হলেই আমার,
কালকে না হয় বিপদ দেখে
সুযোগ বুঝে পগারপার!
সং সাজাবো সাংবাদিকে
রঙ চড়াবো চারধারে,
ছলচাতুরীতে আমার সাথে
পাল্লা দিতে কে পারে?
হোমরা বলো চোমরা বলো
ধারি না তো কারো ধার,
কালো টাকা আমার কাছে
নিত্যদিনের কারবার।
মরার পরে হবেটা কি
ভাবুক বসে বোকাটা,
আমি না হয় ভাবি বসে
কাল কে খাবে ধোঁকাটা!