গল্প আছে ঝোলার ভেতর
গল্প হাতের মুঠোয়,
ফুলপরীরা ফুলের বনে
দল বেঁধে সব লুটোয়।
লাল পরী আর নীল পরীরা
মুখ করেছে ভার,
চায় না তারা চলুক কোন
গল্প তাদের আর।
গল্পে হাসে গল্পে কাঁদে
গল্পেই থাকে মজে ,
প্রাণপাখিটা ওড়ার পরে
শোক দরদী সাজে।
হৃদয়পুরে ঝড় ওঠে না
আগুন শুধু জ্বলে,
তাপে চাপে মানব জীবন
যায় বুঝি বিফলে।