শৈবাল ভাসে শোক সাগরে
দীঘি চেয়ে চেয়ে হাসে,
এক ফোঁটা শিশির ছোঁয়াতে
দীঘির কাছে সে আসে।
নিশ্চুপ দীঘি কথা কয় না
শৈবাল প্রেমে দুর্বার,
দীঘির বুকে হারাবে বলে
ছুঁতো খোঁজে সে বারবার।
অবশেষে শৈল দীঘির বুকে
ঢেলে দেয় শিশির বিন্দু,
বোঝে না দীঘি এটাই ছিল
শৈবালের প্রেম সিন্ধু ।