কেন এত লেখো কেন এত লেখো
কবিতা কিছুই হয় না,
সুনাম খ্যাতি সব মানা যায়
সমালোচনা সয় না।
জীবনের কথা জীবনের সাথে
মৃত্যুর ঘর অন্য,
সব কিছু চাই আমার মতো
অন্যথা আমি বন্য।
কাঁদে কারো চোখ কাঁদুক যতই
তাতে কিছু আসে যায় না,
সত্য সুন্দর ন্যায় নীতিবোধ
কেউ এখন আর খায় না।