কথার সাথে কথাদের মিতালী
খেলার ছলে করে হেয়ালী,
টেক্কা ছক্কার দর কষাকষি,
শত দূরে বাস থেকে পাশাপাশি।
বুননে গুননে পলিসি মেকার
শত ব্যস্ততায় আমরা বেকার।
কুঠারের আঘাতে আলগা বাঁধন
কী হবে করে অরণ্যে রোদন?
রোদনে বোধনে ছোটাছুটি সার
ফলাফল কেবল শূন্য যে তার।

১৮/৭/২০১৮
বান্দরবন/লামা