সবটা আছে মনের ভেতর
জানলো না তো কেউ,
উঠবে বলো কেমন করে
ভালবাসার ঢেউ।
মনের কথা থাকুক মনে
মুখেও কিছু চাই,
অঙ্গে আমার বাসন্তী রঙ
কোথাও কিচ্ছু  নাই।
ফাগুন আসুক আগুন রঙে
রাঙিয়ে আমার মন,
মনের ভেতর রঙের খেলা
চলবে সারাক্ষণ।