**কবি পারমিতা ব্যানার্জিকে উত্সর্গ করছি, কারণ তিনি ছিলেন ভাবনার পেছনে।
যুদ্ধের রক্ত শুঁকিয়ে গেলে
ফুটবে গোলাপ আবার,
নতুন করে মিলবে সুযোগ
জীবন নিয়ে ভাবার।
কান্না হাসির গল্প রবে
সেই জীবনেও জানি,
এই জীবনের অভিজ্ঞতাও
রইবে অনেকখানি।
নতুন পুরোন মিশেল ভরা
নতুন চলার পথে,
পেছন ফিরে নাই বা দেখি
আসলো কী কেউ সাথে?
রক্ত রাঙা নতুন ভোরে
নতুন পথের ডাকে,
সবুজ ভরা প্রাণগুলো সব
ছুটবে ঝাঁকে ঝাঁকে।
আশায় বাঁধি নতুন বাসা
সেই দিনেরে ভেবে,
গোলাপ ফুলের মিষ্টি সুবাস
মন ভরিয়ে দেবে।