জলে নেমে জলকেলি
খেলে যায় রাধা শ্যাম,
তুমি আমি হলে কেন
কেন হয় বিধি বাম?
কলতলে জল তুলে
কানা হলো কলসী,
প্রেম রোগে বাঁধা পড়ে
হাতে নেয় তুলশী।
আঁধারেতে হেটে চলে
রিনিঝিনি ছন্দে,
এই বুঝি এলো কাছে
বকুলেরই গন্ধে।
রাই বেশে হেসে হেসে
যেই কাছে আসলো,
নেই জল তবু তারা
প্রেম জলে ভাসলো।