** লামা বান্দরবনে কোয়ান্টামের কোয়ান্টামম, যেখানে মেলে অফুরন্ত প্রাণশক্তি, যাকে ঘিরে কিছু স্বপ্নবাজ মানুষ দিনরাত্রি ছুটে বেড়ায়, যাকে ঘিরে কিছু মানুষ রেখে যেতে চায় ইতিবাচক স্বপ্নের মহীরুহকে। কোয়ান্টাম ্ মমতা =কোয়ান্টামম তার নাম। এই কোয়ান্টামমকে ঘিরেই আমার আজকের লেখা।
এখানেই শুধু ছুটে ছুটে আসি
খুঁজে পেতে প্রাণের স্পন্দন,
এখানে এসে ভেঙ্গে দিতে পারি
লালিত অভ্যাসের বন্ধন।
এখানে আমি খুঁজে পেয়েছি
জীবনের নতুন এক মানে,
এখানে এলে বেজে ওঠে
নতুন এক সুর সবার প্রাণে।
জানি হবে এখানেই আমাদের
জীবনের শেষ ঠিকানা,
এখানেই রবো একসাথে মোরা
শুনবো না কারো মানা।
তোমাদের কাছে আজ
এই আমার শেষ আর্জি,
শুইয়ে দিও পরম মমতায়
আমলে নিও না কারো কোনো মর্জি।