আমার শত দূষন
করে দাও শোধন,
ছুটে যাবো আবার
আরো কিছু পাবার;
জীবনের নিগুড় তত্ত্ব
সুন্দরে ভরা কিছু সত্য।
আছে যত যা
উন্মাদনা
দূর করে দাও
কামনা বাসনা।
শোধনে শোধনে
হোক নিঃশ্বেস,
প্রশান্ত চিত্ত বলে
এই হলো বেশ।
আলো ঝরা সকাল
সোনা ভরা বিকাল
হোক সুন্দর হোক সুন্দর,
পূণ্যতায় ভরুক এই অন্তর।