বন্ধ ঘরের অন্ধকারে
আর থেকো না কেউ,
বাইরে দ্যাখো আছড়ে পড়া
জীবন নদীর ঢেউ।
আকাশ ভরা হাজার তারা
জ্বলছে মিটিমিটি,
নয়া বার্তা লিখে তারা
ছেড়েছে এক চিঠি।
মানুষ নামের মানবগুলো
কান পেতে আজ শোনো,
আকাশ পাতাল এক হয়েছে
রুখতে তোমায় জেনো।
খাবো নেবো মেরে ধরে
এই নীতিতে চলে,
ঠকঠকিয়ে কাঁপছো কেন
বসে ঘরের কোণে?
খাল খেয়েছো জাল ফেলেছো
করতে শূন্য পুকুর,
নির্লজ্জতায় হার মেনেছে
হায়না শেয়াল কুকুর।
ছোট্ট শিশু, যুবক, কিশোর
ছাড় মেলে নি কারো,
মা বোনেরাও পায় নি রেহাই
উদ্ধ্যত হও আরো।
পারলে ওঠো আকাশ ফুঁড়ে
ধরতে আরশ টেনে,
একটুখানি নড়লো বসে
বিধাতা তা জেনে।
ভোগ জগতে দাপট তোমার
জাহেল যুগও হারায়,
বুক চিতিয়ে চলার পথে
সামনে কে আর দাঁড়ায়?
এতই তুমি ক্ষমতাবান
চাও না আশেপাশে,
অদৃশ্যে তাই স্রষ্টা বসে
মিটিমিটি হাসে।
ছুঁয়ে দিলেই মরণ তোমার
এই ভয়েতে কাঁপো,
হাতে আছে অল্প সময়
ভুলগুলো সব মাপো।
পাল্লা পাথর যাবে ছিঁড়ে
এতই ওজন তার,
আর করো না বাড়াবাড়ি
সবাই থামো এবার।