মজনুরা পায় লাইলীর দেখা
শিরির দেখা ফরহাদ,
পোড়া কপাল পুড়তে পুড়তে
সব করে দেয় বরবাদ।
ঘুম আসে না চোখের পাতায়
রাত কেটে যায় একা,
লাইলী শিরি কিংবা জুলি
কেউ নেই আজ ফাঁকা।
জরির ঘরে পরীর ঘরে
ঘোরাঘুরি শেষ,
পারুর ঘরে ঠাই না হলে
চন্দ্রাবতীই বেশ।
আসর শেষে বাসর ঘরে
চন্দ্রা পাতে হাত,
বেকার বলে এখানেই হয়
প্রেমের যবনিকাপাত।