যে কথা আজ সময়ের ফেরে
বলে যাও তুমি আমারে,
সে কথাই জেনো দু দিন বাদে
বলবে তোমায় চামারে।
সময়ের কাঁটা থাকবে না থেমে
ঘুরে ঘুরে সে আসবে,
হাসির শেষে কালকে তুমি
কান্নার জলে ভাসবে।
আপাত সুখে সুখ নেই জেনো
আপাত দুঃখে দুঃখ,
বিধাতার হিসাব বিধাতার নিকাষ
তোমার আমার চেয়েও সূক্ষ্ম।