পথের সাথে সন্ধি করেছি
বন্ধু করেছি তারে,
পথিক নামে আজকে সবাই
চিনতে আমায় পারে।
পথের পাশে আছে যারা
তারাই আমার স্বজন,
এদের চেয়ে কেউ নেই আর
ত্রিভুবনে আপন।
সুখ দুঃখ হাসি কান্নার
গল্প যত আছে,
ভাগ করে নেই ওদের সাথে
থাকতে আরো কাছে।
রাতের তারায় চাঁদের আলোয়
পথের ধুলো মেখে,
সোনার বাংলার স্বপ্ন খেলে
আমার দুটি চোখে।