প্ল্যান করে হোক না করে হোক
পড়লে নিষেধ বেড়ী,
চায় না কোথাও থামতে সে আর
শুধুই বাড়াবাড়ি।
বাঁধন খুলে যেই না বলি
দিলাম তোমায় ছুটি,
শক্ত হাতে বাঁধবে তখন
বাঁধন ছেড়া খুঁটি।
চাই না তোমায় এই জীবনে
নতুন করে আর,
রোধ করে পথ জাপটে ধরে
পথ নেই পালাবার।
চায় যে সে তার রাখতে কাছে
চায় যে তারই মতো,
ইচ্ছে হলেই করবে আঘাত
ইচ্ছেটা তার যত।