মেধাবী কবি পল্লব কুমারের সন্ধানেPost20161206020529
কবিতার আসরে সীমিত আকারে লেখেন, কিন্তু বেশ মান সম্পন্ন। বয়সে তরুণ এ লেখকের একজন ভক্ত বলতে ভালই লাগে। হঠাৎ করে কবিকে আসরের কোথাও দেখছি না। এরাইতো আমাদের সম্পদ, দেশকে যারা এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। জাতি মাথা উঁচু করে দাঁড়াবে এদের ঘাড়ে ভর করে। প্রোফাইলে কবির দেয়া ছবিটা দেখে ওর মেধাদীপ্ত মুখটা মনে দাগ কেটেছে। প্রতিদিনই খুঁজে ফিরি কবিকে। আসরের সবাই আমরা এক পরিবারের সদস্য। নিয়মিত কাউকে হঠাৎ না দেখলে একটু ভাবনা জাগে। খুব জানতে ইচ্ছে করে তিনি কেমন আছেন? মেধাবী কবি আপনাকে আসরে দেখতে চাই। আপনার সার্বিক কল্যাণ কামনা করছি।
আলোচনাটি ১০৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৬/১২/২০১৬, ০২:১৯ মি: