একটা টেবিল দুইটা চেয়ার
আমরা দুজন বসে,
আমজনতা বেড়ায় ঘুরে
আমাদের চারপাশে।
নেই খেয়ালে মোটেও তারা
ডুবেছি প্রেমরসে,
দিন দুপুরেই পড়ছে তারা
আকাশ থেকে খসে!
চায়ের কাপে স্বপ্নগুলো
উথাল পাথাল ঘোরে,
জীবনমরণ পড়লো বাঁধা
এক হৃদয়ের ঘরে।
থাকবো তোমার হাতটি ধরে
আসুক যতই ঝড়,
প্রেম আমাদের নয়কো মোটেও
হাওয়ায় ওড়া খড়!
এক টেবিলে মুখোমুখি
ছিলাম সেদিন দু জন,
আমি তুমি "আমরা" হয়ে
থাকবো সারা জীবন।
মরলে তুমি মরবো আমি
বাঁচবো তোমার বাঁচায়,
এমন হাজার স্বপ্ন নিয়ে
উঠবো সুখের মাঁচায়।
হঠাৎ করে স্বপ্নগুলো
হারিয়ে গেলো কোথায়,
পড়লে মনে হেসে মরি
নিজের নির্বুদ্ধিতায়!