বাড়ীর পাশের পাশের বাড়ী
পড়শীর বাস সেথায়,
যাই না ছুটে একদিনও তার
দুঃখ কষ্ট ব্যথায়।
নেই নি খবর একদিনও তার
কেমন আছেন তিনি,
সুযোগ পেলেই শপিং মলে
ইচ্ছেমতো কিনি।
পড়শী আমার অনাহারে
অর্ধাহারে নাকি,
পড়শী ধর্ম করতে পালন
ব্যাপক মাত্রায় ফাঁকি।
পড়শী ঘরে কে এসেছে
খাচ্ছে দাচ্ছে কে,
এ সব খবর করতে চাউর
থাকি সবার আগে।
হাড়ির খবর শুঁকে শুঁকে
নাড়ীর খবর নিতে,
পেছন ফেলে গেছি আমি
বরাবরই জিতে।