কথা নেই আর, আজ কারো সাথে
দেখার প্রশ্নতো বহুদূর;
ইচ্ছে হলেও মেলাবো না আর
বেসুরোর সাথে সুর।
ভাবখানা ধরো না জানি কত,
আসলে তো সব মেকি!
জানা কথা বলি, জেনে যাও তুমি;
স্বর্গেও ভানে ধান ঢেঁকি।
উঠে পড়ে লাগো, যদি পারো তুমি
অগ্রের কেশ ধরতে;
নিজ খেয়ে কেন আসো ধেয়ে তুমি
এখানেই শুধু মরতে?
তারচেয়ে ভালো কেটে কিছু ঘাস
তুলে নাও তুমি পাতে,
শুভ বুদ্ধির হলেও হতে পারে
কিছুটা উদয় তাতে!