চোখ ভরা জলে ভাসে
বুকে নিয়ে ব্যথা,
পারে না সে কহিতে
লজ্জার কথা।
আপন ভেবে যারে
ধরেছিল হাত,
বিশ্বাসে সেই দিলো
সজোরে আঘাত।
তারপর দিন কাটে
সময়ের সাথে,
চায় না সে আর কেউ
হাত রাখুক হাতে।
হলো দেখা একদিন
বহুদিন পর,
জলহারা যেন কোন
পোড়া সরোবর।