রাঁধেন তারা বাঁধেন তারা
এলোকেশী চুল,
অফিসপাড়া মাতিয়ে রাখায়
করেন না তো ভুল।
পুরুষ বলে হার মানে না
তালে মিলায় তাল,
নারী ভেবে করলে হেলা
ছাড়বে করে নাকাল।
সামলাতে হয় বাইরে ঘরে
নেয়ে ঘেমে উঠে,
তাদের ঘামেই সবার মুখে
হাসির রেখা ফুটে।
ইচ্ছে জাগে তাদের মনেও
মেলতে ডানা কোথাও,
কাজের ভীড়ে হয় না সুযোগ
ইচ্ছে তুমি পালাও।
পঞ্চ নারী বসলো সভায়
পঞ্চায়েতকে ঘিরে,
ইচ্ছেগুলো মেলবে ডানা
আর যাবে না ফিরে।
যেমনি ভাবা পঞ্চ নারীর
তেমনি তাদের কাজ,
দেখবে পাহাড় কেমনে পরে
মাথায় সবুজ তাজ।