জলের ছায়ায় কয় যে কথা
মনের দুয়ার খুলে,
পাতার ভাঁজে গল্প লিখে
ফুলটা গুঁজে চুলে।
রোদের সাথে রোদ মিতালী
ছায়ার সাথেও থাকে,
শালিক চড়ুই পাখ পাখালি
নাম ধরে তার ডাকে।
মিষ্টি হাসি মুখে যে তার
সবাই ভালবাসে,
বৃষ্টি ফোঁটা দেখলে তারে
খিলখিলিয়ে হাসে।
গোলাপ বলে কও না তুমি
কোথায় তোমার বাস,
তোমায় দেখে ক্যান মেটে না
সবার মনের আশ।
গল্প চলে তোমায় ঘিরে
মেঘ বালিকার দেশে,
ফুলপরীরা উড়ে বেড়ায়
তোমার আশেপাশে।
কও না মেয়ে নাম কি তোমার
কোথায় তুমি থাকো,
কেমন করে হলুদ ফুলে
রঙিন ছবি আঁকো।
সিজদাহ্ নামে ডাকে সবাই
কিন্তু আমার বাবা,
পল্লী বানু নামে লিখেন
আপন খোয়াবনামা।
স্বপ্ন দ্যাখেন আমায় নিয়ে
হাজার তারার দেশে,
চাঁদের আলো মাখবো গায়ে
তাঁকে নিয়ে পাশে।