কবি মনিরুজ্জামান এর লেখার পিঠে লেখা-
ফাগুন মাসের আগুন ঝরা
পলাশ ফুলের ডালে,
বুলবুলি আর ময়না টিয়া
আপনমনে খেলে।
জৈষ্ঠ মাসের ভর দুপুরে
মধুর আমের রসে,
বন্ধু আমার হার মেনে নেয়
থাকতে আমার বসে।
ভাদ্র মাসের তালের শাখায়
নিত্য আনাগোনা,
তালের রসের মিষ্টি স্বাদে
স্বপ্ন ছিল বোনা।
আষাঢ় মাসের বাদল ধারায়
কদম ফুলের মেলায়,
বন্ধু আমার প্রেম বিলিয়ে
কোথায় যেন হারায়।
আজকে আমার ফাগুন গিয়ে
আগুন গেছে নিভে,
দেয় না দেখা বন্ধু আমার
প্রেম পিরিতির ভবে।
জৈষ্ঠ মাসের আমের গায়ে
এখন নাকি পোকা,
বন্ধু আমার প্রেম শিখিয়ে
নিজেই দিলো ধোঁকা।
আষাঢ় আসে বাদল আসে
নিজের মতোন করে,
পাই না দেখা বন্ধু আমার
নয়নের জল ঝরে।
মাঘের শীতে হাড় কাঁপানো
ঠকঠকানো শীত,
পাষাণ হৃদয় উপড়ে দিল
আমার প্রেমের ভিত।
হঠাৎ শুনি ঘরের কোণে
কুহু কুহু ডাক,
বসন্তে আজ আবার বুঝি
পিরিতি দেয় হাঁক!
ডাকুক কোকিল মহুয়া ডালে
হৃদয় উজাড় করে,
পিরিত জ্বালায় মরবো না আর
কিবা আগে পরে।