গতকাল ছিল পারমিতা ব্যানার্জীর শুভ জন্মদিন, তাই আমার সামান্য নিবেদন-
পারমিতা ব্যানার্জি
কী যে তার এনার্জী
কী করে বোঝাই?
দিন রাত এক করে
লিখে যান পাতা ভরে
কাব্যের গল্প।
পড়ে হই বিস্মিত,
পারমিতার সৃষ্টি তো
তালে ছন্দে যায় বোঝা।
পারমিতা৫৮ সাথে অনুরাধা
এই নামে পাঠকের হৃদয়ে গাঁথা
আছেন তিনি বহুদিন ধরে।
স্নেহভরা অন্তরে
মায়া ভরা মন্তরে
বেঁধে নেন তার বাহুডোরে।
কখনো তাই ডাকি কবি
কখনো বা দিদি,
এই আসরের তিনি যোগ্য প্রতিনিধি।