মাথা নীচু করে পথ চলো তুমি
ভাবো কেউ কিছু দেখে না,
উপরির ভাগে আরো কেউ আসে
কিন্তু সবাই টেকে না।
ধরি যদি তোমার রাশ টেনে জোরে
ডেকে দাও তুমি হুমকি,
কতদিন হলো? কতদিন রবে?
আরো আরো কত ধমকি।
দিতে পারো তুমি এখান থেকে
ওখানটাতে পাঠিয়ে,
ফেলবো যখন নিয়মের প্যাঁচে
পারবে তো উঠতে কাটিয়ে?