পাহাড় ঘেরা সবুজ ছায়ায়
মায়ায় বাঁধা ঘরে,
ইচ্ছে করে যাই থেকে যাই
সারা জীবন ধরে।
চাঁদের আলোয় বাঁশের ঝাড়ে
জ্যোৎস্না করে খেলা,
আমলকী বন পেরিয়ে গেলেই
নীল আকাশের ভেলা।
ইচ্ছে করে ঐ না ভেলায়
ভাসিয়ে দিয়ে মন,
মেঘের সাথে সন্ধি করে
করি আলিঙ্গন।
ইট পাথরের নগর তো নয়
কীটের বসত বাড়ি,
ভালবাসার দম চলে যায়
কবর সারি সারি।
আটকে যাওয়া শ্বাসটা বলে
এই বুঝি যায় প্রাণ,
পাহাড় ঘেরা সবুজ ছায়ায়
পাই যে মাটির ঘ্রাণ।