এমনিতেই ছিল না আমার শক্ত কোন পরিচয়,
ধার দেনাতে কোনভাবে কেটে যেতো এই সময়।
অস্তিত্বহীন অস্তিত্বেই ডুবতো আমার বেলা,
তারই মাঝে খেললে তুমি এ কেমন এক খেলা।
এ ঘাটে না ও ঘাটে, কোথায় ভেড়াবো ডিঙ্গি;
জানলে সবাই জুটবে অপবাদ নিলাজ এক ধিঙ্গি।
কেমনে জানাবো লোভের ফাঁদে আটকে গেছে পা,
অপবাদের সুরে-ই কী বলবো ভাগ্যে আছে যা !
তুমিই বলো ভাগ্যের এখানে ছিল কি কোন দোষ?
তোমার ছোঁয়ায় ক্ষেপে উঠেছিল লোভের পাগলা মোষ।
লোভে পড়ে পাপ, পাপে মৃত্যু অমোঘ এই সত্য
অস্তিত্বহারা হয়েছিলাম আমি কঠিন পাপের ভৃত্য।