****অগ্রগামী কবি ফারহাত আহমেদকে আজকের লেখাটি উৎসর্গ করলাম।
বুঝতে পারে নি এমনটা হবে
কিংবা হতে পারে,
হারিয়ে তারা বুঝতে পেরেছে
কী ছিলে তাদের তরে।
তুমিও চাও নি কাটাতে তাদের
মায়া মমতার বাঁধন,
কেউ দেখে নি হাসির আড়ালে
তোমার নীরব কাঁদন।
তুমি হেসেছো কেঁদেছে তারা
দিতে তোমাকে বিদায়,
অভিমান ক্ষোভ যা আছে তোমার
তুলে দিয়ে এসো চিতায়।
মনে রেখো দিও যা কিছু ভাল
যা কিছু কল্যাণ সুন্দর,
অবগাহন করো অবগাহন করো
নাও ভরে নাও তোমার অন্তর।