সৃজনশীলতায় বসত তোমার
পরিপাটি বেশবাস,
অন্তর জুড়ে যন্তরগুলো
ঘুণে খাওয়া এক বাঁশ।
হেঁটে চলো তুমি মৌনী সাধু
আগামাথা কিছুই বোঝো না,
সুবিধা বাগানোর উপায় ছাড়া
অন্য কিছু খোঁজো না।
ধিক্কার জানাই চিৎকার করে
ওরে ও ভন্ড তাপস,
ঘেন্না লাগে বানাতে তোমায়
আমার পায়ের পাপস।