কবি নামে ঘুরি এদিকে সেদিকে
কবিতার কোনো খোঁজ নাই,
তোমাদের লেখা দেখে দেখে আমি
নীরবে কেবলই লজ্জা পাই।
তালে ছন্দে অন্ত্যমিলে
কবিতায় যখন পড়ে চোখ,
দু'টো চারটে লিখতে লাইন
চেপে বসে মাথায় বিরাট ঝোঁক।
ঝোঁকের ঝাঁকিতে যেই না বসে
খুঁজতে থাকি শব্দ,
বসের ঝাড়িতে খেই হারিয়ে
হয়ে যাই আমি স্তব্ধ।
স্বপ্নের মাঝে আসা যাওয়া করে
বাংলার পাঁচে বসের মুখ,
নথির নীচে চাপা পড়ে মরে
কবিতা লেখার অপ্রাপ্ত সুখ।