ঘুরে ফিরে দেখি আমি সমাজপতির বেশে,
কোথাও দেখি কিচ্ছুটি নেই শেষবেলাতে এসে।
এই যে গাড়ী, এই যে বাড়ী, এই যে এত টাকা;
মন টানে না কিছুতেই আর সব যে বড় ফাঁকা।
স্বপ্ন ছিল অনেক কিছুর, আশাও ছিল ম্যালা,
জীবনটাকে হাতে নিয়ে খেলেছি কত খেলা।
একে পেলেই ধন্য জীবন, ওকে পেলে নয়;
এই না হলে শূন্য জীবন শূন্যই কেবল রয়।
রঙ তামাশায় কাটুক জীবন সাদা কালোয় নয়
ভাবি নি তো এই জীবনও হতে পারে ক্ষয়।
লাস্যময়ীর তকমা এঁটে হাস্যময়ীর বেশে
পাখনা মেলে উড়েছি ভাই রঙ বেরঙের দেশে।
এই বেলাতে হঠাৎ মনে লাগছে বড় ভয়,
হিসেব করে দেখি আমার নেই কোন পরিচয়।
এবার বলো এবার বলো খুঁজবো কোথায় পথ
অপেক্ষাতে দোরগোঁড়াতে শেষ যাত্রার রথ।