ঘর আছে তবু গৃহহীন এক
লক্ষী ছন্নছাড়া,
দিনমান সে ঘুরপাক খায়
এ পাড়া থেকে ও পাড়া।
স্বজনের কোন ধার ধারে না
পরেরে করে আপন,
অযাচিত এক চক্রের মাঝে
জীবন করিছে যাপন।
হাটে ঘাটে আর ময়দান মাঠে
যখন যেখানে ঠাঁই,
আপন ভুবন গড়ে নিয়ে কয়
এত সুখ কোথা পাই?