জ্বলছিলো তারা আকাশের বুকে
মিটিমিটি আলো নিয়ে,
চেয়েছিলো বুঝি মনে মনে সে
মিতালী করবে গিয়ে।
আকাশের বুকে বাড়ি ঘর করে
জ্যোস্নার আলোয় ঘেরা,
ঐশ্বরিক এক স্বর্গভুমিতে
হয়তো হবে তার ফেরা।
নেত্র কোণে চিকচিকে জ্বল
আকুলিবিকুলি কান্নায়,
ঐন্দ্রিলা নামের শুকতারাটা
যাবে না দেখা আয়নায়।
দূর আকাশে ভেসে থাকা তারা
দল বেঁধে আজ হাসছে,
সব পিছে ফেলে ঐন্দ্রিলা আজ
তাদের কুটিরে আসছে।