বন্ধ কথা অন্ধকারে
গুমরে গুমরে মরে,
বন্দী জীবন যাচ্ছে কেটে
চার দেয়ালের ঘরে।

আশায় থাকে বাসায় বসে
হয়তো ফুটবে আলো,
হয়তো আবার আসবে ফিরে
আলোর সাথে ভালো।

মিথ্যে দিয়ে সত্যি ঢেকে
চায় না যেতে মন,
আাঁধার ভেঙে আসতে আলো
লাগবে কতক্ষণ?
  
পায় না ভেবে কী লাভ হবে
আবোল তাবোল বকে,
জীবনটা কী কাটবে তবে
কেবল ঠকে ঠকে?

এইতো আছি একটুখানি
এইতো এখন নেই,
ভাবতে গেলে এসব কথা
হারিয়ে ফেলে খেই।

আছি নেইয়ের এই যে খেলা
চলবে কত আর,
ঘুরছে মাথায় প্রশ্ন কেবল
জবাব যে নেই তার।