প্রকৃতির নির্মম খেলা
চলে প্রতিনিয়ত জানি
তবু রাখে না কেউ মনে,
নিরন্তর চলে শুধুই হানাহানি।
রক্তের তাপে বেগবান ধোঁয়া
ভাবে না আগ পাছ কিছু,
ভুলে যায় অবলীলায় কেউ একজন
প্রতিনিয়ত আছে তার পিছু।
ধরার বুকে রবে না খুব বেশী দিন,
যেতে হবে তারে কোন এক ক্ষণে
ধরার গহীন অন্ধকার এক ঘরে
হায়! কেউ রাখে না তা মনে।
রঙ এর ছটায় বর্ণিল আভায়
চলছে ভোগের জয়জয়াকার,
অবশেষে যখন বেলা ডুবুডুবু
নেমে আসে শুধু নিস্তব্ধতায় হাহাকার।