লক্ষ বছর জলে ডুবেও হতে পারি নি আমি সিক্ত,
প্রাচুর্যের চূড়ায় বসেও নিজেকে মনে হয় বড় রিক্ত।
কোথায় যেন ছিড়ে গেছে তার ছন্দের তাল কেটে,
সুরটাকে আর খুঁজে পাই না সুরের জগত ঘেটে।
কোথায় হারালো জীবনের সুর কোথায় বীণার তার
সুর বিনে হায় কেমনে আমি করবো জীবন পার?
ভেবে ভেবে হই দিশেহারা শুধু, তল কূল খুঁজে পাই না;
নুড়ি পাথরের সাথী হয়ে আর পথ চলতে চাই না।
সিক্ত মাটির বুক বিদীর্ণ সবুজ পেলব ঘাসে
মুক্তো ফোটা শিশির কণা খিলখিলিয়ে হাসে ।
ঝর্ণার জলে ভেসে যাবে সে হারাতে নদীর স্রোতে
শিউলীর বুকে ছড়িয়ে রবে পূজারীর চলা পথে।