চালাকির পরে চালাকি চালাও
ধূর্ত শেয়ালের মতো,
নিজের কবর নিজেই খোঁড়ো
ইচ্ছে তোমার যত।
পর্দা হারা নয়ন তোমার
কাদায় ভরা মন,
বুঝেও আমি চুপটি থাকি
পারি যতক্ষণ।
ভাবো তুমি বড়ই বোকা
গাধার চেয়েও গাধা,
যেমন ইচ্ছে খেলবে তুমি
চুষবো আমি আদা।
চালাকচতুর হতে পারো
চোখে দিয়ে ধূলো,
সবর করো আর কটা দিন
ধরাবো তোমায় মুলো।
নয়ে ছয়ে ভুজুংভাজুং
এবার হবে শেষ,
দম ফুরাবে কাটবে না তাও
তোমার পাপের রেশ।