ভেবেছিল সে চলে গেছে ফেলে
আর কেউ নেই তাকে বাঁচাবে,
ফিরে এসো বলে মরবে কেঁদে কেঁদে
ইচ্ছেমতো তারে নাচাবে।
ভাবনাটা তার ছিল না মোটেও ভুল, কারণ
মেয়েটি খুব কেঁদেছিল একা হয়ে;
চেয়েছিল সে মরণটাকে কাছে টেনে নিতে
ভেবেছিল বেড়াবে না আর মিথ্যে জীবনটা বয়ে।
দুঃখ জ্বালা আর যন্ত্রণার ভীড়ে
হাল ছেড়ে বলে পালাবো,
কোথা যাবে মেয়ে একা একা দূরে
আমিও কী তোমায় জ্বালাবো?
চকিতে চমক চনমনে ঠমক
এত মধু তার কথাতে!
কে যেন হায় কিসের ছোঁয়ায়
প্রলেপ দিয়ে যায় ব্যথাতে।
হাত দুটি ধরে কাছে নিয়ে বলে
মেয়ে, এ চোখে রাখো তোমার চোখ।
আকাশে বাতাসে শুধু কানাকানি
ও মেয়ে, এবার তোমার বিজয় হোক।
এতো মধু ভরা জাদু দিয়ে গড়া
এতো নয় কেউ যেনতেন,
চায় পেতে আজ খুঁজে পেতে পথ
নতুন জীবনের জেনো।
অবশেষে তার চোখ হতে যত
স্বপ্নেরা ছুটে এসে,
আবীর হয়ে ঝরে ঝরে পড়ে
নিয়ে যায় তারে নতুন বাঁচার দেশে।